Main Menu

মুফতি তাকি উসমানি হাফি.-কে টার্গেট করে অজ্ঞাত সন্ত্রাসী বাহিনির প্রাণবিনাশী হামলা নিহত ২

হলিবিডি ডেস্কঃ শায়খুল ইসলাম মুফতি তাকি উসমানি হাফি.-কে টার্গেট করে অজ্ঞাত সন্ত্রাসী বাহিনির প্রাণবিনাশী হামলা।
আল্লাহর শোকর যে, তিনি তাঁকে প্রাণে রক্ষা করেছেন। তবে সঙ্গের দেহরক্ষীসহ দুজন অন্তত শহিদ হয়েছেন।

হযরতের ভাতিজা সাঊদ উসমানির দেওয়া তথ্যানুসারে হযরত সস্ত্রীক গাড়িতে ছিলেন। সঙ্গে নাতি-নাতনিসহ অনেকেই ছিলেন।
দারুল উলুম করাচি থেকে এ সময় একসঙ্গে দুটি প্রাইভেট কার বেরিয়েছিল। যার একটিতে শাইখুল ইসলাম ছিলেন। মোটর সাইকেলে চড়ে কমপক্ষে দুজন সন্ত্রাসী চারপাশ থেকে উপর্যুপরি গুলি ছুড়তে থাকে। সন্ত্রাসীরা দুটো গাড়ি লক্ষ্য করেই গুলি ছোড়ে।
এ সময় তাঁর গাড়ির ড্রাইভার অতর্কিত আক্রমণ এড়িয়ে অসীম সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মুকাবিলা করে স্পট থেকে গাড়ি বের করে আনতে সক্ষম হন।
তবে এরজন্য তাকে প্রচূর মূল্য দিতে হয়েছে। শরীরের একাধিক স্থানে খুনির গুলি বিদ্ধ হয়েছে।

ইয়া রব্বাহ, আমাদের বড়দের হিফাজত করুন।


Related News

Comments are Closed