Main Menu

মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা দেবে ভারত

বহির্বিশ্ব ডেস্ক : প্রতিবছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেবে ভারত সরকার। ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে এই চিকিৎসাসেবা দেয়া হবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নতুন চালু করা ‘মুক্তিযোদ্ধা চিকিৎসাসেবা প্রকল্পের’ আওতায় এ সেবা দেয়া হবে। ভারতীয় হাইকমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে বাংলাদেশের সব জেলা থেকে অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাছাই করবে। এ বছরই ১০০ জন মুক্তিযোদ্ধাকে নির্বাচিত করে এই চিকিৎসা সেবা দেয়া হবে।

এ বিষয়ক একটি বিজ্ঞাপন মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে www.molwa.gov.bd ) এবং ১৬ জুলাই স্থানীয় ‘দৈনিক জনকণ্ঠ’ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

আবেদনকারীদের ওয়েবসাইট দেখে নির্ধারিত ফরমে ২২ আগস্টের মধ্যে নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।






Related News

Comments are Closed