Main Menu

মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বি:বাজারে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্টিত

হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: আজ ১০ নভেম্বর (রবিবার) বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার আয়োজনে নবী প্রেমিকদের স্বতস্ফূর্তভাবে অংশগ্রহনে বিয়ানীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্টিত হয়েছে।

দুপুর ২টায় বিয়ানীবাজার সরকারী কলেজ প্রাঙ্গন থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষের অংশ গ্রহনে প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিশাল র‍্যালি বের হয়ে বিয়ানীবাজার শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে এসে র‍্যালি শেষ হয়। র‌্যালিতে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে রচিত বিভিন্ন কবিতার শ্লোক খচিত রঙ-বেরঙের ফেস্টুন ও প্লেকার্ড বহন করেন তালামীযে ইসলামিয়া সমর্থকরা।

র‌্যালি থেকে গাওয়া হয় মহানবী (সা.) এর শানে দুরুদ। সালাম সালাম নবী সালাম সালাম, মাওলা ইয়া সাল্লি ওয়া সাল্লিম, বালাগাল উলা-বি কামালিহি, শামছুদ্দুহা আসসালাম- এ রকম অগণিত নাত এর সুমধুর সুর লহরিতে মুখরিত হয়ে ওঠে র‌্যালি।


Related News

Comments are Closed