Main Menu

মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)এর অভিযানে গাঁজা ও ইয়াবা সহ দুই জন মাদক ব্যবসায়ি আটক

হলিবিডি ডেস্কঃ মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)এর অভিযানে গাঁজা ও
ইয়াবা সহ দুই জন মাদক ব্যবসায়ি আটক
গত ১৫/০৪/২০১৯খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০২.৩০ ঘটিকার সময়
মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/ সারোয়ার হোসেন ভূঁইয়া, এএসআই/
সঞ্জয় চন্দ্র দে, এটিএসআই/ জাকির হোসেনদের সহযোগীতায় মহানগর
গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে দক্ষিণ সুরমা থানাধীন
কদমতলী বাসটার্মিনালস্থ ইউনিক বাস কাউন্টারের সামন হতে ১। মোঃ করিম
মিয়া (৩৫), পিতা- মৃত দুদু মিয়া, মাতা- মোছা: কমরুন বেগম, সাং-
কামালবাজার সৈয়দপুর, বর্তমানে- ভার্থখলা মসজিদ বাজারের পিছনে, শফিক
মিয়ার কলোনীর পাশে, নতুন কলোনীর ভাড়াটিয়া, থানা- দক্ষিণ সুরমা, জেলা-
সিলেট নামে এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়। তাকে আটক কালে তার কাছ
থেকে ০১ (এক) কেজি পরিমান গাঁজা উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা
যায় যে, উক্ত গাঁজা সে বিশেষ কৌশলে হবিগঞ্জ জেলার মাধবপুর মন্তলা ভারতীয়
সীমান্তবর্তী এলাকা হতে বিভিন্ন পরিবহন যোগে সিলেট শহরে এনে থাকে।
এসআই/ সারোয়ার হোসেন ভূইয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় এজাহার
দায়ের করলে তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং- ১৯ তারিখ-
১৬/০৪/২০১৯খ্রিঃ ধারা- ২০১৮খ্রিঃ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর
টেবিল ১৯(ক) রুজু হয়।
এছাড়া ১৫/০৪/২০১৯খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময় অপর
এক অভিযানে মহানগর গোয়েন্দা পুলিশের এসআই/ মাহাবুর আলম মন্ডল,
এএসআই/ আলী আক্কাছ, এএসআই/ মুহিবুর রহমাানদের সহযোগীতায় দক্ষিণ
সুরমা থানাধীন ঢাকা সিলেট বাইপাস রোডস্থ দাউদপুর (টিল্লাবাড়ী) এলাকায়
যাতায়াতের রাস্তার প্রবেশ মুখ হতে ১। আহসান হাবীব এনাম প্রকাশ এনাম আহমদ
(২৩), পিতা- মখলিছ মিয়া, মাতা- হেনা বেগম, সাং- দাউদপুর, থানা- দক্ষিণ সুরমা,
জেলা- সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে আটক করা হয়। তাকে আটক কালে
তার কাছ থেকে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট ও ২২ (বাইশ) পুরিয়া গাঁজা
উদ্ধার করা হয়। অতঃপর এসআই/ মাহাবুর আলম মন্ডল বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায়
এজাহার দায়ের করলে দক্ষিণ সুরমা থানার মামলা নং- ১৮ তারিখ- ১৫/০৪/২০১৯খ্রিঃ
ধারা- ২০১৮খ্রিঃ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক)/১৯(ক)
রুজু হয়।


Related News

Comments are Closed