Main Menu

মহাকাশ বিজ্ঞানীরা পেলেন নতুন পৃথিবীর সন্ধান

তথ্যপ্রযুক্তি ডেস্ক : পৃথিবীর মতোই নতুন আরেকটি গ্রহের সন্ধান পেয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা। একটি নক্ষত্রকে প্রদক্ষিণকারী গ্রহটিকে বসবাসযোগ্য বলে প্রথমবারের মত প্রমাণ পেয়েছেন তারা। গ্রহটি যে কক্ষপথে ঘুরছে তাও বসবাসযোগ্য এলাকার মধ্যে বলে বিজ্ঞানীরা বলছেন।

আবিষ্কৃত এই গ্রহটির নাম কে-টু-১৮বি। এটির আবিষ্কার একদম নতুন না হলেও সম্প্রতি সময়ে সেখানে পানির অস্তিত্ব পেয়েছেন বিজ্ঞানীরা। এরপরই নড়েচড়ে বসেছেন তারা।

বিজ্ঞানীরা জানিয়েছেন গ্রহটির আবহাওয়া মণ্ডলের ৫০ শতাংশই পানি। ফলে এখানে প্রাণের অস্তিত্ব থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গ্রহটি বসবাসের উপযুক্তও হতে পারে বলে মনে করছেন মহাকাশ বিজ্ঞানীদের কেউ কেউ।

কেটু-১৮বি’তে প্রাণের অস্তিত্ব সত্যিই আছে কিনা তা নিশ্চিত হতে বিজ্ঞানীরা নতুন করে কাজে নামছেন। আগামী দশ বছরের মধ্যে, নতুন মহাকাশ টেলিস্কোপ পরীক্ষা করে দেখতে পারবে কেটু-১৮বি গ্রহের আবহাওয়ামণ্ডলে প্রাণীদেহ থেকে উদ্ভুত গ্যাস উৎপাদিত হতে পারে কিনা।


Related News

Comments are Closed