ব্রাজিলের জালে বেলজিয়ামের দুই গোল

স্পোর্টস ডেস্ক::ব্রাজিলের জালে বেলজিয়ামের দুই গোল। ব্রাজিলের আত্মঘাতী গোলে শুরুতেই ১-০ গোলে এগিয়ে গেল বেলজিয়াম।
১৩ মিনিটে আত্মঘাতী গোলটি করেছেন ফার্নান্দিনহো। ডি ব্রুইনের কর্নার কিক থেকে হেড করতে লাফ দিয়েছিলেন ফার্নান্দিনহো। কিন্তু তিনি ঠিক মতো হেড করতে পারেননি। বল তার বাহুতে লেগে চলে যায় জালে।
রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হয়েছে ব্রাজিল ও বেলজিয়াম। ম্যাচে এখন প্রথমার্ধের খেলা চলছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২-০ গোলে এগিয়ে রয়েছে বেলজিয়াম।
« কাজানে লড়াই জমজমাট (Previous News)
(Next News) বিদায় ব্রাজিল, সেমিফাইনালে বেলজিয়াম »
Related News

ফিফা প্রেসিডেন্ট চেন্জ হলে ফিফা একটুও বদলাননি। ।ম্যারাডোনা
হলিবিডি ডেস্কঃ আগে বলা হতো, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নাকি দিয়েগো ম্যারাডোনার দারুণ বন্ধু। এবারRead More

সংখ্যাতত্বে রাশিয়া বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক::রবিবার ফ্রান্স বনাম ক্রোয়েশিয়াল দ্বৈরথের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বাকাপের মহাযজ্ঞ। মস্কোরRead More