Main Menu

বুল ডোজারে করে বিয়ে!

বহির্বিশ্ব ডেস্ক : বরের নাম চেতন, পেশায় একজন জেসিবি বা বুলডোজার অপারেটর। নিজের মেশিনটি খুবই আপন হওয়ায় সিদ্ধান্ত নিলেন এই গাড়িতে করেই বউকে বাড়ী তুলবেন।

যেমন ভাবা তেমন কাজ তাইতো নব বধু মমতাকে সাথে করে বু ডোজার দিয়েই ফিরলেন বাড়ী।

ভারতীয় গনমাধ্যমের খবরে প্রকাশিত তথ্যে এমনি জানা যায়।

এ ছবি সোস্যাল মিডিয়ায় মুহুর্তেই ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, লজ্জাবনত নববধূ মমতা খানিক বিব্রত অবস্থায় বসে রয়েছেন গাড়িতে। চেতনের মুখেও এক বিচিত্র অভিব্যক্তি। তবে শেষ পর্যন্ত দু’জনেই দিব্যি ওই গাড়িতেই চেপে ফিরে এলেন শ্বশুরবাড়িতে।


Related News

Comments are Closed