বিদায় ব্রাজিল, সেমিফাইনালে বেলজিয়াম

স্পোর্টস ডেস্ক::রাশিয়ার কাজানে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে মাঠে নেমেছে ব্রাজিল এবং বেলজিয়াম। তাতে ব্রাজিলের জালে প্রথমার্ধের মধ্যেই দুই গোল দিয়ে এগিয়ে যায় বেলজিয়াম।
ম্যাচের ১৩ মিনিটের মাথায় প্রথম একাদশে প্রথম বারের মতো সুযোগ পাওয়া ফার্নান্দিনহোর আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে ব্রাজিল।এরপর ৩১ মিনিটে ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বেলজিয়াম। এবারের ব্যবধান বাড়ান ডি ব্রুইনি। ম্যাচের ৭৬ মিনিটে গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ব্রাজিল। ব্যবধান কমিয়ে ২-১ করে সেলেকাওরা।
ম্যাচের শুরু থেকে কাউন্টার অ্যাটাকে ব্রাজিলকে কোণঠাসা করে ফেলে বেলজিয়াম। নিজেদের রক্ষণ মজবুত রেখে বার বার ব্রাজিলে বক্সে ঢুকে পড়ে রেড ডেভিলসরা। দারুন দুই সেভ করেছেন ব্রাজিল গোলরক্ষক অ্যালিসন। এ ছাড়া তাদের কিছু দ্রুত গতির আক্রমণ ঠেকিয়ে দেয় ব্রাজিল।
Related News

ফিফা প্রেসিডেন্ট চেন্জ হলে ফিফা একটুও বদলাননি। ।ম্যারাডোনা
হলিবিডি ডেস্কঃ আগে বলা হতো, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নাকি দিয়েগো ম্যারাডোনার দারুণ বন্ধু। এবারRead More

সংখ্যাতত্বে রাশিয়া বিশ্বকাপ
স্পোর্টস ডেস্ক::রবিবার ফ্রান্স বনাম ক্রোয়েশিয়াল দ্বৈরথের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০১৮ রাশিয়া বিশ্বাকাপের মহাযজ্ঞ। মস্কোরRead More