Main Menu

বিখ্যাত খ্রিস্টান ধর্ম প্রচারক সুই ওয়াটসনের ইসলাম গ্রহণ!

বহির্বিশ্ব ডেস্ক : বিশ্বব্যাপী দিন দিন ইসলাম গ্রহণকারীর সংখ্যা বেড়েই চলেছে। সাধারণ মানুষ থেকে বিভিন্ন ধর্মের প্রচারক ও নেতৃস্থানীয়রাও রয়েছে সত্যের পথে আশ্রয় গ্রহণকারীদের এ তালিকায়। তাদেরই একজন বিখ্যাত খ্রিস্টান ধর্ম প্রচারক অধ্যাপক সুই ওয়াটসন। খাদিজা ওয়াটসন নাম ধারণ করে তিনি ফিরেছেন ইসলামের আলোকিত জীবনে।

অধ্যাপক ফাতেমা ওয়াটসন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জন্ম গ্রহণ করলেও নিজ দেশের বাইরে তিনি খ্রিস্টান ধর্ম প্রচারে কাজ করেন। ধর্মতত্ত্বের ওপর রয়েছে তার সর্বোচ্চ শিক্ষা ও গবেষণা।

কট্টর খ্রিস্টান মৌলবাদী ধর্ম প্রচারক হওয়া সত্ত্বেও ধর্ম তত্ত্বের উচ্চ শিক্ষাই তাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করে। ইসলাম গ্রহণের আগে তিনি ফিলিপাইনে দীর্ঘ ৭ বছর খ্রিস্টান ধর্ম প্রচারে অতিবাহিত করেন।

বর্তমানে তিনি সৌদি আরবের জেদ্দায় আল-হামরা এডুকেশন ফাউন্ডেশনের শিক্ষক। তিনি প্রতিনিয়ত ইসলাম শিখছেন এবং ইসলাম সম্পর্কে গবেষণায় নিজেকে আত্মনিয়োগ করে চলেছেন।

ইসলাম গ্রহণকারী অধ্যাপক খাদিজা ওয়াটসনের প্রতি রইলো শুভ কামনা।


Related News

Comments are Closed