বিএনপির লজ্জা খালেদা জিয়ার দুই বছর জেলে।।আসিফ নজরুল

হলিবিডি প্রতিনিধিঃ
যারা যারা বিএনপি করেন বা বিএনপি কে ভালবাসেন,বেগম জিয়াকে ভালবাসেন তারেক রহমান কে ভালবাসের, ছাত্রদল, যুবদল,বিএনপি আপনরা কি করে দেশ বিদেশে মুখ দেখাচ্ছে আপনাদের লজ্জা তাকা উচিত আজ ২বছর এর ধারে কাছে আপনাদের নেত্রী জেলে আপনারা একদিন হরতাল দিয়ে প্রতিবাদ করতে পারেন নাই,শুধু দল ক্ষমতায় আসলে চেয়ারে বাসা আর দল থেকে ফায়দা লোটা শিখছেন চি চি আমার বলতে লজ্জা লাগতেছে এত বড় দল আপনাদের এই মূহুতে উচিত আপনারা রাজনীতি ছেড়ে দেওয়া।
বিএনপি দিন দিন দুর্বল ছন্নছাড়া হয়ে গেছে। এখন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করে নেতৃত্ব গড়ে তুলতে হবে।তারেক জিয়ার জন্য বিএনপি অবস্থান এখন এই পর্যন্ত সত্য কথা হল বিএনপি গ্রুপ করে সংসদ নির্বাচন বর্জনের কথা বলে আবার ও সংসদে যায় আবার অবৈধ বলে এই সংসদে শপথ নেন।
তাই বিএনপি জন্য সুখবর হলো খালেদা জিয়ার মুক্তি।
Related News

নবনির্বাচিত সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দকে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামের অভিনন্দন
সিলেট প্রতিনিধি :: বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা ও মহানগরের নব-নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদককেRead More

এড.ছালেহ আহমদ সেলিম’কে সিলেট মহানগর আ:লীগের সাধারন সম্পাদক হিসেবে দেখতে চাই
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট :: সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে আজ পর্যন্ত কোনো বিতর্ক যাকে স্পর্শ করতেRead More
Comments are Closed