Main Menu

বরিশাল কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বাসের হেলপার পিতা খুলনায় আটক

হলিবিডি ডেস্কঃ প্রায় দু’বছর ধরে নিজের কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে বরিশালের সাকুরা বাসের হেলপার মিজানুর রহমান সরদার (৪০) কে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সদর থানা পুলিশ তাকে আটক করেছে বলে ওসি মোঃ হুমায়ুন কবির নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। অভিযুক্ত মিজানুর সরদার বরিশালের এয়ারপোর্ট থানা এলাকার চন্দ্রপাড়া গ্রামের মৃত ফজলুল হক সরদারের ছেলে। সে বরিশাল টু ঢাকাগামী সাকুরা পরিবহনের হেলপার।

অভিযুক্ত মিজানুরের স্ত্রী জেসমিন বেগম জানান, বরিশালের এয়ারপোর্ট থানা এলাকার চন্দ্রপাড়া গ্রামের শ্বশুর বাড়িতে থাকেন তারা। গত এক মাস আগে তিনি ৮ম শ্রেণী পড়–য়া মেয়ে ও আড়াই বছর বয়সের শিশু পুত্রকে নিয়ে বাবার বাড়ি খুলনার খালিশপুর হাউজিং পুরাতন কলোনীতে আসেন। গত দু’দিন আগে তার স্বামী মিজানুর রহমান বরিশাল থেকে খুলনার ওই বাড়িতে স্ত্রী সন্তানকে নিতে আসেন। কিন্তু কিশোরী কন্যা তার মায়ের কাছে জানায় পিতা মিজানুর গত দু’বছর ধরে ধর্ষণ করে আসছে। তিনি আরও জানান, কিছুদিন আগে নগরীর সদর থানা এলাকায় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে মেয়েকে গর্ভপাত করানো হয়। এ সকল ঘটনা শুনে শ্বশুর বাড়ির লোকজন মিজানকে খালিশপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে সদর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


Related News

Comments are Closed