বরগুনায় ইউপি উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জয়ী

বরগুনা প্রতিনিধি :বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নে উপ-নির্বাচন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আনারস) তানভীর আহম্মেদ সিদ্দিকী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ মনোনীত (নৌকা) আবদুল কুদ্দুস খান।
বৃহস্পতিবার (২৫ জুলাই) ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ হাওলাদার জানান, বিজয়ী তানভীর পেয়েছেন ৫ হাজার ৬৪৮ ভোট এবং কুদ্দুস পেয়েছেন ৫ হাজার ২০৩ ভোট। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ১৯০ জন।
বরগুনা সদর উপজেলার ২ নম্বর গৌরিচন্না ইউনিয়নে উপ-নির্বাচনে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে এ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পদত্যাগ করলে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়। বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন জানান, নির্বাচনকে ঘিরে ব্যাপক নিরাপত্তা থাকার ফলে নির্বাচন সুষ্ঠু হয়েছে
Related News

এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের ম্যাচ বাংলাদেশের পর অনুষ্টিত হবে ভারতে
ক্রীড়া ডেস্ক :: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী স্মরণীয় করে রাখতে অল স্টার এশিয়াRead More

বিপিএলে খেলছেন গেইল
খেলাধুলা ডেস্ক : সব গুঞ্জনের ইতি টেনে বঙ্গবন্ধু বিপিএলে অবশেষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে আসছেনRead More
Comments are Closed