Main Menu

ফেঞ্চুগঞ্জ থানাবাসীর প্রতি ওসি বদরুজ্জামান খোকনের ফেইসবুকে সতর্কতা মূলক পোষ্ট।

এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ ::: সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুজ্জামান খোকন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফেঞ্চুগঞ্জ থানাবাসীর প্রতি  অনুরোধ জানিয়ে একটি সতর্কতা মূলক পোষ্ট দিয়েছেন।

তিনি সেই পোষ্টে লিখেছেন ‘ইদানিং একটি স্বার্থন্বেষী মহল দেশব্যাপী বিভিন্ন ব্যক্তির ফেইসবুক আইডি হ্যাক করিয়া অথবা কোন ব্যক্তির নামে ফেইসবুক আইডি খুলিয়া বিভিন্ন ধরণের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করিতেছে এবং সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করিবার অপচেষ্টায় লিপ্ত রহিয়াছে l এমন দূষ্কৃতিকারীদের সনাক্তকরতঃ আইনের আওতায় নিয়ে আসার জন্য মাঠে নেমেছে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ তথা পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষগণ l কোন ব্যক্তি কর্তৃক যেকোন বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের প্রেক্ষিতে উত্তেজনাবশতঃ আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি না ঘটানোর জন্য ফেঞ্চুগঞ্জ থানাবাসীকে বিশেষভাবে অনুরোধ করা হইল l এব্যাপারে সকলকে সর্তক করিবার পাশাপাশি যেকোন অনাকাঙ্খিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে অথবা ৯৯৯ এর মাধ্যমে অবহিত করিবার জন্য অনুরোধ জানানো যাইতেছে l

 


Related News

Comments are Closed