Main Menu

ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতির নির্বাচন ও দেশবাসীর ভাবনা,বদরুল ইসলাম।

বাংলাদেশের দিনতারিখ হিসেবে আগামীকল্য (১৫ সেপ্টেম্বর রোজ রোববার)যুক্তরাজ্য বাংলাদেশ কমিউনিটির ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

এতে দুইটি প্যানেলে নির্বাচন করছেন ফেঞ্চুগঞ্জের বিভিন্ন এলাকার যুবক ও তরুনেরা । যাদের সকলেরই দেশে-বিদেশে বংশাণুক্রমে সুসম্মানের
অধিকারী । প্রথমত বলি লন্ডনস্থ ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতি আমাদের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রেখেছিল। দ্বিতীয়ত শিক্ষাখাতে উক্ত সমিতির
ভূমিকা প্রসংশনীয় । যেমন ফেঞ্চুগঞ্জের একমাত্র উচ্চ শিক্ষা প্রতিস্টান ফেঞ্চুগঞ্জ সরকারী ডিগ্রী
কলেজে অন্যান্যদের সাথে উক্ত সমিতির আর্থিক সহযোগীতা অনন্য বা অগ্রণী ভূমিকা স্থাপন । এ ছাড়াও ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতি ইউকে ফেঞ্চুগঞ্জের উন্নয়ন যথা অবহেলিত পীড়িত মানুষের কল্যানে ও বিভিন্ন দুর্যোগকালে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছিল । এই জন্যই ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতি দেশে বসবাসরত ফেঞ্চুগঞ্জের আপামর মানুষের
প্রাণের সংগঠন হিসেবে খ্যাত বা সম্মানের অধিকারী হয়ে আছে । ইনশাআল্লাহ , থাকিবেও চিরদিনই ।

আমাদের ভাবনা : আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলের সবাইই আমাদের ফেঞ্চুগঞ্জের গর্বিত সন্তান । সকলেই খুব নম্র, ভদ্র, ভাল, ও অমায়িক। এদের থেকেই দেখে উত্তম প্রার্থী বিবেচনাক্রমে প্রার্থী নির্বাচিত করুন । যাতে আগামী দিনে আমাদের অর্জিত মুক্তিযুদ্ধের চেতনা অক্ষুণ্ণ রেখে উক্ত সংগঠন বিগতদিনের মতো কর্মকান্ড অব্যাহত রেখে দেশে-বিদেশে উক্ত সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে । বিশেষ করে প্রবাসে অবস্তানরত দেশী মানুষের ভালমন্দের ভাগিদার হয়ে যেকোন বিপদে আপদে পাশে দাঁড়াবে এবং তাদের খোঁজখবর রাখিবেন । এই সমস্ত সুহৃদয়বান মানুষদেরে নির্বাচিত করু। উদিয়মান যুবক ও তরুনদেরে নির্বাচিত করুন।

এতেই ইউকে ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতির দেশে-বিদেশে কল্যান সাধিত হবে , হবে সফল ও
স্বার্থক । এটাই আমাদের দেশের মানুষের আমাদের প্রানের প্রিয় সংগঠন ফেঞ্চুগঞ্জ কল্যান সমিতির আগামীকাল ১৫/০৯/২০১৯ ইং’র নির্বাচন নিয়ে চিন্তা ও ভাবনা ।

ইউকে প্রবাসীসহ পৃথিবীর যে প্রান্তেই আমাদের ফেঞ্চুগঞ্জের মানুষ প্রবাসী হিসেবে বসবাস করছেন
সবাইকে মহান আল্লাহ্‌ করিম সুস্থ , সুন্দর ও সবল রাখুন । এই দোয়া এই মিনতি মহান আল্লাহ্‌ পাক রহমানুর রহিমের দরবারে আমি এক অতি ক্ষুদ্র মানুষ প্রাণভরে দোয়া করি , প্রার্থনা করি । আমিন ছুম্মা আমিন…

লেখক পরিচিতি
শাহ মো: বদরুল ইসলাম
সাবেক সাধারন সম্পাদক, ফেঞ্চুগঞ্জ উপজেলা যুবলীগ ফেঞ্চুগঞ্জ , সিলেট ।
সাবেক সদস্য : সিলেট জেলা যুবলীগ এবং
সভাপতি মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ , ফেঞ্চুগঞ্জ উপজেলা
ফেঞ্চুগঞ্জ , সিলেট ।

সম্পাদনায় এমরান আহমেদ


Related News

Comments are Closed