Main Menu

ফেঞ্চুগঞ্জ ইউএনও আয়েশা হককে বিদায় ও নবাগত ইউএনওকে বরণ

এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ থেকে:: সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা হককে বিদায় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়.এবং নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জসিম উদ্দনকে বরণ করা হয়েছে।

১১ জুন(মঙ্গলবার) বিকেলে উপজেলা পরিষদের উদ্যােগে হলরুমে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ.মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমিন.২ নং মাইজগাও ইউ পি চেয়ারম্যান ছুফিয়ানুল করিম চৌঃ. ৩ ঘিলাছড়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বোরহান উদ্দিন সিন্দু.উত্তর কুশিয়ারা ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু.উত্তর ফেঞ্চুগঞ্জ ইউপি চেয়ারম্যান এমরান উদ্দিন প্রমুখ।

সভা শেষে বিদায়ী কর্মকর্তা আয়েশা হককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়.এবং নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিনকে ফুল দিয়ে বরণ করা হয়।


Related News

Comments are Closed