Main Menu

পাঁচতলা থেকে লাফ দিয়ে প্রধান কারারক্ষীর স্ত্রীর আত্মহত্যা

হলিবিডি ডেস্কঃ কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর স্ত্রী পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন।

বুধবার (২১ আগস্ট) সকালে কারাগারের বাইরে একটি আবাসিক ভবন থেকে লাফ দেন তিনি। নিহত ফাতেমা বেগম কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী মিজানুর রহমানের স্ত্রী।

নিহতের স্বামী মিজানুর রহমান জানান, সকালে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চিৎকার শুনে ভবনের নিচে এসে ফাতেমাকে রক্তাক্ত অবস্থায় দেখেন তিনি। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ফাতেমা সাত থেকে আট বছর যাবৎ মানসিক রোগে ভুগছিলেন। নিয়মিত চিকিৎসার পাশাপাশি তাকে হাসপাতালে রেখে প্রায় দুই মাস চিকিৎসা করানো হয়। দুই মাস আগে ডাক্তার দেখানো হয়। তাকে আবারো ডাক্তার দেখানোর কথা ছিল। এর মধ্যে তার চিকিৎসক হজে চলে যান।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ফাতেমা বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।


Related News

Comments are Closed