Main Menu

পশ্চিমবঙ্গ উপকূলে বুলবুলের আঘাত

হলিবিডি প্রতিনিধিঃ
ভারতের পশ্চিমবঙ্গের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‌‘বুলবুল’। বাংলাদেশ সময় রাত ৯টার দিকে ঘণ্টায় ১১৫-১২৫ কিলোমিটার বাতাসের গতিতে আঘাত হানে বুলবুল।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, প্রায় ঘন্টাখানেক সেখানে অবস্থান করতে পারে সুপার সাইক্লোন বুলবুল। এরপর ধীরে ধীরে আরও স্থলভাগে প্রবেশ করতে পারে।

ঝড়ে ইতিমধ্যে সেখানে বেশ কয়েকটি বাড়ি ও দোকান ভেঙে পড়েছে। বেশ কিছু গাছও ভেঙে পড়েছে।

পশ্চিমবঙ্গের উপকূল এলাকা থেকে প্রায় দেড় লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ দিন সকাল থেকেই উপকূলে ঝড়ো হাওয়ার সঙ্গে বেড়েছে বৃষ্টি। ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূল এলাকায়।


Related News

Comments are Closed