Main Menu

নদী ভাঙে বসতবাড়ী -এম.সোহেল রানা

নদী ভাঙে বসতবাড়ী
তুমি যে সুন্দরী নারী
মনটা ভাঙলে মনটা কাড়িয়া-২ তুমি ছাড়া প্রাণ যে বাঁচেনা তুমি ছাড়া লাগে সবিই অচেনা-।।
এ কুল ভেঙে ও কুল গড়ে
নিত্য নদী খেলা করে,
তুমি বিহনে প্রাণ পাখি দেহে থাকতে যে চাই না-২
এ কোন খেলা খেললে আমার পিরিতে পোঁড়া মনটাকে নিয়া মনটা ভাঙলে মনটা কাড়িয়া-।।
চাঁদনী রাতে জোৎস্না ছাড়া ফুলের শোভা জ্যান্তই মরা, তুমি হিনা সময় যে কভূ
কাটতে যে চাই না-২
সরল পেয়ে তুমি যে আমায়
দূরে গেলে এমন ঠকিয়া
মনটা ভাঙলে মনটা কাড়িয়া-।


Comments are Closed