Main Menu

দেশবাসীকে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন হাফিজুল লস্কর

সিলেট প্রতিনিধি :: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সিলেট জেলার সর্বস্থরের জনতা ও দেশ-বিদেশের সকলকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, সাপ্তাহিক ইউনানী কন্ঠের নির্বাহী সম্পাদক, হলিবিডি টুয়েন্টিফোর ডটকম’র প্রধান সম্পাদক, দৈনিক আমাদের বানী সাতক্ষিরা নিউজ, গনরায় টুয়েন্টিফোর, প্রজন্ম নিউজ, উত্তরবঙ্গ নিউজ, মহানন্দা নিউজ, সিএইচটি মিডিয়া, বাংলাটপ নিউজ, বিডি সময়, ক্রাইম নিউজের সিলেট জেলা প্রতিনিধি, তরুন কবি ও আলেমেদ্বীন হাফিজ মাও. হাফিজুল ইসলাম লস্কর।

আজ শনিবার (১০ আগষ্ট) এক বার্তায় হাফিজুল ইসলাম লস্কর বলেন, প্রতি বছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে৷ তাই এ ঈদ সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে হিংসা বিদ্বেষ ভুলে পরস্পরকে ভালোবাসা ও প্রীতির বন্ধনে আবদ্ধ করে। ঈদ সারাবিশ্বের মুসলমানদের জন্য নিয়ে আসে আনন্দের বার্তা। সকল ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সারিতে দাঁড় করায় ঈদ। ঈদ হল খুশি আর আনন্দের উৎসব। শান্তি সম্প্রীতির উৎসব। এই শান্তি সম্প্রীতি আগামী দিনেও দেশে বজায় থাকুক এই কামনা করি। ঈদুল আযহার শিক্ষা আমাদের একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে উদ্ধৃদ্ধ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ঈদ আনন্দে সবার জীবন ভরে উঠুক এই প্রত্যাশায় সকলকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


Related News

Comments are Closed