Main Menu

দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন লোকমান হেকিম

মোঃ ইদু খানঃ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে খালিয়াজুরী উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দুইবারের সফল ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজ সেবক লোকমান হেকিম। ঈদ শুভেচ্ছা বাণীতে তিনি বলেন, আমি দেশবাসী ও সর্বস্থরের জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা মহান আল্লাহর প্রতি অপরিসীম আনুগত্যের অনুপম নিদর্শন।

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল আযহা মুসলিম জাতির ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধকে আরো সুসংহত করবে বলে আমার বিশ্বাস। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আমি প্রিয় দেশবাসী ও বিশ্বের সকল হিন্দু মুসলিম ভাইবোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

প্রিয়বস্তুকে মহান আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভের যে অনুপম দৃষ্টান্ত হযরত ইব্রাহীম (আ.) স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর জন্য চিরকালই অনুকরণীয় ও অনুসরণীয়। ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কর্মকাণ্ডে অংশ নিয়ে বিভেদ বৈষম্যহীন এক সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।


Related News

Comments are Closed