Main Menu

দুই বান্ধবীকে একসঙ্গে বিয়ে করলেনম

বহির্বিশ্ব ডেস্ক : ঘনিষ্ট দুই বান্ধবীকে একসঙ্গে বিয়ে করে নজির সৃষ্টি করলেন ইন্দোনেশিয়ার এক যুবক। একই সঙ্গে পাশে দুই প্রেমিকাকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসে সম্পন্ন করলেন বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা। এরপর একসঙ্গে দুই স্ত্রীকে আপন করে নিলেন তিনি।

স্বভাবতই প্রশ্ন উঠতে পারে, কেন ওই ব্যক্তি তার দুজন বান্ধবীকে একসঙ্গে বিয়ে করে নিলেন? উত্তর হল, দুই বান্ধবীর মধ্যে কোনো একজনও যেন ‘দুঃখ’ না পায় তার জন্য একই সঙ্গে দুইজনকেই বিয়ে করে ফেলেন যুবক।

ঘটনা ঘটেছিল ১৭ আগস্ট। আর এই আজব বিয়ের কাণ্ড ফেসবুকে পোস্ট করেন জনৈক এক নারী। এরপর থেকে দুই বান্ধবীকে নিয়ে বিয়ের ঘটনা ভাইরাল হয়ে যায়।

ইন্দোনেশিয়ায় আইন অনুযায়ী একজন পুরুষের সর্বোচ্চ ৪ জন স্ত্রী থাকতে পারে। তবে এই বিয়ের ক্ষেত্রে যুবক নিজেই জানিয়েছেন, কোনো একজন বান্ধবী দুঃখ পাবেন, এটা তিনি মেনে নিতে পারছেন না। আর সেই জন্যই এমন বিয়ে।


Related News

Comments are Closed