Main Menu

তাহিরপুরে ভারতীয় মদসহ কয়লাবাহী নৌকা আটক

আমির হোসেন, তাহিরপুর প্রতিনিধি :: বিজিবি ২৮ ব্যাটালিয়ন তাহিরপুর সীমান্তে চোরাই পথে আসা ভারতীয় ম্যাকডোয়েলস নাম্বার ওয়ান ৭শ’ ৫০এমএল ৩ বোতল মদ, ১০ মে.টন কয়লাসহ একটি ষ্টিলবডি ছোট নৌকা আটক করেছে (বর্ডারগার্ড) বিজিবি।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ (বিজিবি-২৮) ব্যাটালিয়নের অধিনায়ক বালিয়াঘাট বিওপির ক্যাম্প কমান্ডার মো. জসিম উদ্দিনের নেতেৃত্বে গোপন এক সংবাদের ভিত্তিত্বে একটি টহলদল বড়ছড়া থেকে নিয়ে আসার পথে তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) পাটলাই নদীতে অভিযান চালিয়ে ভারতীয় ৭শ’ ৫০এমএল ৩ বোতল মদ, ১০ মে.টন কয়লাসহ একটি ষ্টিলবডির ছোট নৌকা আটক করে।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে নৌকার মাঝি, নৌকার সর্দার, মাদক ব্যবসায়ী উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের তরং গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে আমিরুল মিয়া (৩৫) সাতরিয়ে পালিয়ে যায়। সুনামগঞ্জ (বিজিবি-২৮) ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মাকসুদুল আলম ঘটনার নিশ্চিত করেছেন।


Related News

Comments are Closed