ঢাবিতে অস্ত্র ও ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতা আটক

শিক্ষাঙ্গন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসীন হলে অভিযান চালিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। আটক দুজন হলেন- ঢাবি ছাত্রলীগের সাবেক উপ-ক্রীড়াবিষয়ক সম্পাদক হাসিবুর রহমান তুষার এবং মহসীন হল ছাত্রলীগের নেতা আবু বকর আলিফ।
মঙ্গলবার (৮ অক্টোবর) ক্যাম্পাস এলাকায় অস্ত্র ঠেকিয়ে সাধারণ এক শিক্ষার্থীকে হুমকি দেয়ার দুই ঘণ্টা পর পিস্তল ও ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। রাত্র পৌনে ৮টার দিকে ছাত্রলীগের ওই দুই নেতাকে হাজী মোহাম্মদ মহসীন হল থেকে আটক করা হয়।
পরে ওই দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News

হিফজ বিভাগের ছাত্রদের মান উন্নয়নে মারকাজুল কোরআনের ব্যতিক্রমী উদ্যোগ
আব্দুল হাই আল হাদী :: মারকাজুল কোরআন সিলেট মিতালী ৪৫/ডি রায়নগর রাজবাড়ির হিফজ বিভাগের ছাত্রদেরRead More

ফেঞ্চুগঞ্জে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হলেন,মাহফুজুর রহমান জাহাঙ্গীর
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্যে প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সদস্য নির্বাচিত হয়েছেন, প্রধানমন্ত্রী হাত থেকে ২০১৪Read More
Comments are Closed