Main Menu

ট্রেন দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

হলিবিডি প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও দুর্ঘটনায় নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

১২ নভেম্বর, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এই শোকবার্তা পাঠানো হয়।

একই সাথে ট্রেন দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করে ক্ষতিগ্রস্ত মানুষকে সার্বিক সহযোগিতা প্রদানে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে এই ট্রেন দুর্ঘটনায় হতাহতদের প্রতি দুঃখ প্রকাশ করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

প্রসঙ্গত, মঙ্গলবার রাত পৌনে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দভাগ রেলওয়ে স্টেশনের ক্রসিংয়ে আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ও তূর্ণা নীশিতার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক যাত্রী।

এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এখন পর্যন্ত তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ও রেলওয়ে থেকে দু’টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।(Next News) »Related News

Comments are Closed