হলিবিডি ডেস্কঃ আসন্ন উপজেলা পরিষদ জৈন্তাপুর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দরবস্থত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল আহমদ দলীয় মনোনয়ন না পেয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম নিজ ফেইসবুক আইডিতে এ প্রতিক্রিয়া জ্ঞাপন করেন।
কামাল আহমদ এর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:
জৈন্তাপুর উপজেলা বাসী ও আওয়ামীলীগ পরিবারের সর্বস্থরের নেতাকর্মী বৃন্দ, আমি জৈন্তাপুর উপজেলা পরিষদে বাংলাদেশে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে একজন প্রার্থী হয়েছিলাম।
গতকাল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডে আমার নাম বাতিল করা হয়েছে। অন্ত্যন্ত দুঃখের বিষয় হল আমি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ আমি উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব সহ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছি।
গত উপজেলা নির্বাচনে আমি অল্প ভোটের কারনে বিজয়ী হতে পারিনি আমার অন্ধ বিশ্বাস ছিল প্রাণপ্রিয় সংগঠন আওয়ামীলীগ আমাকে নৌকা প্রতীক উপহার দিবে। কিন্তু স্বার্থলোভিদের কারনে আমার সকল প্রকার তথ্য মনোনয়ন বোর্ডে পেশ করা হয়নি ও কালো টাকার বিনিময়ে আামাকে নৌকা প্রতীক থেকে বঞ্চিত করা হয়েছে যা আমাকে খুবই ব্যথিত করেছে। তবে আমি আপনাদের সাথে ছিলাম,আছি এবং থাকবো।
আমিও আশা করি অতীতের ন্যায় আগামীতেও আপনারা আমার পাশে থাকবেন। জৈন্তাপুর উপজেলাবাসী আমাকে যে দিকনির্দেশনা দেবেন সে অনুযায়ী আমি আমার পরবর্তী পদক্ষেপ নিবো।