Main Menu

জালালাবাদ থানা পুলিশ কর্তৃক ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতারঃ

সিলেট প্রতিনিধিঃ গত ২৯/০৮/১৯খ্রিঃ রাত অনুমান ২১.৩৫ ঘটিকার সময় জালালাবাদ থানার এসআই/অমিত সাহা, সঙ্গীয় এএসআই/জাহাঙ্গীর আলম, এএসআই/নুরুল হক, কনস্টেবল/শফিকুল ইসলাম, কং/ আবুল কামাল ও কং/ আবু তাহের সহ অত্র থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার ডিউটি করাকালে জালালাবাদ থানাধীন পীরপুর সাকিনস্থ শাহ্ আলম, পিতা- রুহুল আমিন এর মালিকানাধীন জুবায়ের স্টোর নামক ভেরাইটিস দোকানের সামনে পৌঁছামাত্র পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আসামী ১। ময়নুল হক (৩৫) পিতা- মৃত ললি মিয়া, সাং- টুকেরগাঁও, বর্তমানে পীরপুর (নানার বাড়ী), থানা- জালালাবাদ, জেলা-সিলেটকে গ্রেফতার করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর দেহ তল্লাশী করে তার পরিহিত জলপাই রংয়ের লুঙ্গির বাম কোচ হতে একটি সাদা রংয়ের ছোট প্লাস্টিকের কৌটার মধ্যে রক্ষিত হালকা নীল রংয়ের পলিথিনের কাগজ দ্বারা পৃথক পৃথকভাবে মোড়ানো হালকা গোলাপী রংয়ের মোট ৬৮ (আটষট্টি) পিস কথিত নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার পুর্বক জব্দ করা হয়। প্রতিটি ইয়াবা ট্যাবলেটের ওজন অনুমান ০.১ গ্রাম করে সর্বমোট ওজন অনুমান ০.৬৮ গ্রাম, প্রতিটির মূল্য ৪০০/- টাকা হিসেবে (৪০০*৬৮)= ২৭,২০০/-(সাতাশ হাজার দুইশত) টাকা । উক্ত ঘটনায় এসআই/অমিত সাহা বাদী হয়ে ধৃত আসামী ময়নুল হকের এই বিরুদ্ধে এজাহার দায়ের করিলে জালালাবাদ থানার মামলা নং-২৪ তাং-২৯/০৮/২০১৯ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) টেবিলের ১০(ক) রুজু হয়।


Related News

Comments are Closed