জাপা মহাসচিবের বক্তব্যে প্রতিবাদে উত্তাল নেত্রকোনায়

মোঃ ইদু খান, নেত্রকোনা থেকে :: নেত্রকোণা প্রেসক্লাবের সামনে সচেতন ছাত্র সমাজের ব্যানারে জাতীয় পার্টি মহাসচিবের বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বৈরাচার এরশাদ সরকার পতন আন্দোলনে এরশাদের পেটুয়া বাহিনী দ্বারা নিহত শহীদ নূর হোসেন কে ইয়াবাখোর ও ফেন্সিডিলখোর বলে মন্তব্য করে জাপা’র মহাসচিব মশিউর রহমান রাঙ্গা’। তার এমন বক্তব্যে ক্ষিপ্ত হয়ে উঠে নেত্রকোনার সচেতন সমাজ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৃজন ঘোষ সজীব,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল শাওন, সদস্য ওমর সাইফুল্লাহ,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল হাসান ও জেলা হাওর রক্ষা ও উন্নয়ন পরিষদের যুগ্ম-আহ্বায়ক নিহাদ ইবনে হেকিম প্রমূর্খ।
এই মানববন্ধনে রবিউল আওয়াল শাওন বলেন, যদি জাপার মহাসচিব তার বক্তব্য প্রত্যাহার করে না নেন তাহলে নেত্রকোণা জেলায় জাপা’র কোন সদস্যকে আর রাজপথে নামতে দেয়া হবে না এবং প্রয়োজনে তাদেরকে অবরুদ্ধ করা রাখা হবে।
Related News

মন্ত্রিসভায় সম্প্রসারিত হচ্ছে, ফিরছেন তোফায়েল-মতিয়া-মোশাররফরা!
হলিবিডি অনলাইন ডেস্ক :: তৃতীয় মেয়াদে আওয়ামী লীগের সরকার গঠনের এক বছর পার না হতেইRead More

তেলা পোকাও পাখি আর শাজাহান খানও মানুষ, নিক্সন চৌধুরীর বক্তব্য ভাইরাল
হলিবিডি অনলাইন ডেস্ক :: “তেলা পোকাও পাখি আর শাজাহান খানও মানুষ” সাবেক মন্ত্রী ও বর্তমানRead More
Comments are Closed