Main Menu

চতুর্দিকে শুধুই নাই – এম.সোহেল রানা

চতুর্দিকে নাই ধ্বনি শুধু শুনি,
সত্যিই হাহাকার, নাই শুধু নাই
ধনীদের সবাই আছে মনে হয়,
গরিবের নাই যেন কেউ নাই।

মানুষ আছে তাঁর নাই মানবতা,
জ্ঞান আছে তবে বিবেক নাই
আত্মীয় আছে কিন্তু নাই চলাচল,
ভাই-বোন আছে কথা নাই।

মিথ্যায় ছেয়ে গেছে,
সঠিক সত্য বলার একটিও কি মানুষ নাই?
আইন আছে তাঁর প্রয়োগ নাই,
চাকুরি আছে তো বেতন নাই।

শিক্ষিত বেকার আছে অনেকই,
শিক্ষিতের উপযুক্ত কর্ম নাই
চতুর্দিকে নাই ধ্বনি শুধু শুনি,
সত্যিই হাহাকার, নাই শুধু নাই।।

গণতন্ত্রের মন্ত্র আছে,
জনগণের যে কদর সেই মূল্যায়ন নাই
সংসদ আছে কিন্তু সংসদে বিরোধী দলে কথা বলার নেতা নাই।

গণতন্ত্র রাষ্ট্রের মালিক জনগণ,
খাতা-কলমে তার প্রমাণ পাই,
আমলার দাপটে বাস্তব যে রূপ,
মুর্খ জনতার জায়গা নাই।

সেবক আছে সেবা নেই,
মুখে বলে যা তা কর্মে নাই
ডাক্তারের পরামর্শ আছে,
টাকা ছাড়া সু-চিকিৎসা নাই।

ডাক্তারি ফিস দিয়ে রোগীর,
ঔষধ কেনার সামর্থ্য নাই
চিকিৎসা হতে ভিটা-মাটি বিক্রি করে,
মাথা গুজার ঠাঁই নাই।

পরীক্ষা-নিরীক্ষা ঔষধ কিনতে,
কোন প্রকার দরদাম নাই,
আরোগ্য হয়ে রোগী বলে-
কসাই-ডাক্তার’র কোন বিভেদ নাই।

কশাই কাটে পশু দিবালোকে,
ডাক্তার কাটে হাসপাতাল-ক্লিনিকে
মেরে ফেলে রোগী অস্ত্রপচারে
পরিশোধ কর বেডে আসার আগে
ভুল অস্ত্রপচারে রোগী মারাগেলে
ডাক্তারের কোন বিচার না করে
কেন করবো টাকা পরিশোধ
এ কথা বলার কারো সৎ সাহস নাই।

গ্রাজুয়েশন শেষ করে তুলনামূলক তাঁর কোন সম্মান নাই
গ্রাজুয়েশনওয়ালা ছেলে-মেয়ের কষ্ট-যাতনা আছে কর্ম নাই।
শিক্ষাদানে শিক্ষক আছে,
শিক্ষকের সেই সম্মান মর্যাদা নাই,
তবে কি শিক্ষকের সেই শিক্ষা দানে
তুলনামূলক দিক্ষা নাই?

ধানের চাষ চাষি আছে,
উৎপাদনের পর শস্য, ধানের দাম নাই
চতুর্দিকে নাই ধ্বনি শুধু শুনি,
ত্যিই হাহাকার, নাই শুধু নাই।।

সম্পদওয়ালা সুখে আছে,
সুখি লোকের ঠোঁটে সুখের হাসি নাই
এতো নাইয়ের মধ্যে খুঁজে,
একটি মাত্র সত্য বলার সৎ সাহস নাই!

সঠিক পথে বেঁচে থাকার তরে,
সত্য বললেই তাঁর যে নিস্তার নাই।
উপকারের মুখোশ পরে যে কতজন,
দালালি করে জীবিকা চালাই।

তাদের সত্য কথা বলতে গেলে,
মুখের কাছে টিকাই ভীষণ দাই।
চতুর্দিকে নাই ধ্বনি শুধু শুনি,
সত্যিই হাহাকার, নাই শুধু নাই।।


Comments are Closed