Main Menu

খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১, আহত ২৫

হলিবিডি ডেস্কঃ
খুলনার ডুমুরিয়ার চুকনগরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাস চালক পিন্টু (২৫) নিহত ও ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ট্রাক চালকের অবস্থা আশঙ্কাজনক।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বেতাগ্রাম চারা বটতলা নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৬টার দিকে যশোর-সাতক্ষীরা রুটের একটি যাত্রীবাহী বাস চুকনগর অভিমুখে আসার সময় বিপরীত দিক থেকে একটি রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় বাস ও ট্রাক চালকসহ ২৫ জন আহত হন।

এ সময় মুমূর্ষু অবস্থায় বাস চালক পিন্টুকে (২৫) চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তিনি মারা যান। ট্রাক চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। গুরুত্বর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।


Related News

Comments are Closed