Main Menu

ওয়াজ শুনে পরিবারের চারজনের ইসলাম গ্রহণ

জীবন ও ইসলাম ডেস্ক : ইসলামের রীতি-নীতি ও সংস্কৃতি ভালো লাগায় জামালপুরে একই পরিবারের চার সদস্য স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছেন।

তারা হলেন, সদর উপজেলার কাছারিপাড়ার বিলাল হোসেন মণ্ডল, তার স্ত্রী মরিয়ম, দুই ছেলে হাসান ও হোসাইন।

শুক্রবার জুমার নামাজ শেষে বিষয়টি স্থানীয়দের জানান কাছারিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম। এ সময় সদ্য মুসলমান হওয়া পরিবারটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মসজিদ কমিটির সভাপতি এ.কে.এম জহুরুল ইসলাম মনসুর, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

মাওলানা নজরুল ইসলাম বলেন, বিলাল হোসেনের দুই ছেলেকে বিনামূল্যে মাদরাসায় পড়ার সুযোগ দেয়া হবে।

বিলাল হোসেন মণ্ডল বলেন, আমি বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে যেতাম। মোবাইলে ওয়াজ শুনতাম। বাড়িতে গিয়ে ওয়াজের বিষয়ে স্ত্রীকে বলতাম। এক পর্যায়ে আমি ও আমার স্ত্রী স্বেচ্ছায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সহযোগিতা করেছেন প্রতিবেশী মো. আল আমিন হীরা।


Related News

Comments are Closed