Main Menu

এসএমপির মাসিক সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি : সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেট পুলিশ লাইন্সে অনুষ্ঠিত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম।

প্রধান অতিথি পুলিশ সদস্যদের কল্যাণ সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, পুলিশ সদস্যদের কল্যাণ যেমন নিশ্চিত করা হচ্ছে, তেমনি সকল পুলিশ সদস্যকে জনগণের সেবা প্রদানের জন্য নিয়োজিত থাকতে হবে।

পুলিশ লাইন্সে অনুষ্ঠিতব্য কল্যাণ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

অপরদিকে, বেলা ১২টায় এসএমপি’র সদর দপ্তর নাইওরপুলে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। পুলিশ কমিশনার জনাব গোলাম কিবরিয়া বিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ (সদর ও প্রশাসন), অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম (ক্রাইম ও অপরারেশন) সহ সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জসহ র‌্যাব-৯ এর প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, হাইওয়ে পুলিশের প্রতিনিধি, ট্যুরিস্ট পুলিশের প্রতিনিধি, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের প্রতিনিধি, পিবিআই সিলেট এর প্রতিনিধি ও সিআইডি সিলেট এর প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভায় সকল থানার ওসিরা তাদের থানা এলকার আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। জনবান্ধব পুলিশি সেবা প্রদানের জন্য এবং সিলেট শহরবাসী যাতে সর্বোচ্চ পুলিশি সেবা পায় সেটা নিশ্চিত করার জন্য সকল অফিসারদের নির্দেশ প্রদান করেন পুলিশ কমিশনার। তাছাড়া শহরের চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধের জন্য পুলিশের টহল বৃদ্ধি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার জন্য নির্দেশ প্রদান করেন।


Related News

Comments are Closed