Main Menu

অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট ম্যাচে ২১টি নো বল নজর এড়াল আম্পায়ারদের

ব্রিসবেন, ২৩ নভেম্বর- অস্ট্রেলিয়া-পাকিস্তান মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে একের পর এক নো বল চোখে দেখলেন না আম্পায়াররা। ম্যাচের প্রথম দিনের পর দ্বিতীয় দিনের প্রথন দুই সেশনে হয়েছে ২১টা নো বল। অথচ একটি নো বলও আম্পায়ারদের নজরে পড়ল না।

টিভি রিপ্লেতে দেখা যায়, কামিন্সের বুটের কোনো অংশ লাইনের পেছনে ছিল না। কিন্তু নো বল ডাকলেন না আম্পায়ার মাইকেল গফ।
ম্যাচের দ্বিতীয় দিনেও সেই একই চিত্র দেখা যায়। এদিনও ম্যাচের প্রথম দুটি সেশনে ২১টি নো বল হলো। অথচ একটিও নো বল ডাকলেন না আম্পায়াররা।

পরবর্তীতে সিরিজের অফিসিয়াল ব্রডকাস্টার ‘চ্যানেল সেভেন’ তুলে ধরা হয় কোন বলগুলা নো বল হয়েছে। এমন কাণ্ডে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ও চ্যানেল সেভেনের বিশ্লেষক ট্রেন্ট কপল্যান্ড এটিকে ‘বড় ইস্যু’ বলে অভিহিত করেছেন।

এ ঘটনার কয়েকদিন আগেও এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ‘আমরা প্রযুক্তি ব্যবহার করতে চাই। তবে একজন অতিরিক্ত আম্পায়ার থাকছেন কেবলমাত্র নো বল পর্যবেক্ষণ করার জন্য। তিনি অবশ্যই তৃতীয় অথবা চতুর্থ আম্পায়ার হবেন না।’
.
সূত্র: কালের কণ্ঠ


Related News

Comments are Closed