Main Menu

অবাক লাগে – এম.সোহেল রানা, মেহেরপুর

আমার এখন একলা থাকতে
ভিষণ কি যে মজা লাগে,
একলা বসে দূর্বা ঘাসে
আপন মনে নীল আকাশে
চেয়ে থাকতে দারুন লাগে।

সে দিনের ঐ স্মৃতির কাফন
মনে পড়লে খারাপ লাগে,
তোমার কথা ভাবতে গেলে
নিজের প্রতিই ঘেন্না জাগে।

এখন আমি নিস্তব্ধ পাহাড়
কাঁদতে একা ভালো লাগে,
তোমার নিরব মৃদু আঘাত
শয়তে বড়ই ইচ্ছে জাগে।

এলো মেলো বুঁনো হাওয়ায়
স্বপ্নে আমার আঘাত হানে,
গুমরে গুমরে উষ্ণ তাপে
ঝড়োও বৃষ্টি ডেকে আনে।

করলে মুগ্ধ মিথ্যে অভিনয়ে
নিজে মেকাপের অন্তরালে,
দর্শক আমি গ্যালারিতে বসে
ভাবতে গেলে অবাক লাগে।


Comments are Closed